প্রাথমিকে অনলাইন বদলি আবেদন শুরু শিগগিরই

১৪ মার্চ, ২০২৪ ১৯:২৭  

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলি আবেদন শিগগিরই শুরু হতে যাচ্ছে। আর সে লক্ষ্যে শিক্ষকদের অনলাইন বদলির জন্য পদ ‘হোল্ড’ করা করতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতর দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলি কার্যক্রম অতি শিগগিরই শুরু হতে যাচ্ছে। এ পর্যায়ে তার জেলাধীন প্রতিটি উপজেলা/থানায় মামলাজনিত অথবা যৌক্তিক কারণে কোনও শিক্ষক পদ হোল্ড করার প্রয়োজন হলে তা দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, পদ একবার হোল্ড করা হলে তা বদলি চলাকালীন সময়ে পুনরায় সক্রিয় করার কোনও সুযোগ নেই। তাই শিক্ষকের কোনও পদ হোল্ড করার ক্ষেত্রে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয়েছে ওই নির্দেশনায়।

এতে বলা হয়েছে, এ বিষয়ে কোনও জটিলতার উদ্ভব হলে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/উপজেলা শিক্ষা অফিসাররা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন এবং কোনও ত্রুটি-বিচ্যুতি ও অনিয়মের জন্য সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে অবহিত করা হয়।